আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে কার্যত বিদায় নিল চেন্নাই সুপার কিংস। এমএস ধোনিদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারায় সমস্ত আশায় জলাঞ্জলি। নয় ম্যাচের মধ্যে সাতটিতেই হার। চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতেই থাকল চেন্নাই। ধোনির মাইলস্টোন ছোঁয়ার দিনই দুঃসংবাদ। এদিন মরণ-বাঁচন ম্যাচ ছিল দুই দলের। টেবিলের শেষের দুই দলের টিকে থাকার লড়াই ছিল। হারলেই বিদায় নিশ্চিত। এমন অবস্থায় ধোনিদের ৫ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল সানরাইজার্স হায়দরাবাদ। ৮ বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। ১৮.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়সূচক রানে পৌঁছে যায় হায়দরাবাদ।
টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান কামিন্স। প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম তোলেন মহম্মদ সামি। ফেরান শাইক রশিদকে। আবার ব্যাটিং বিপর্যয় চেন্নাইয়ের। আয়ুশ মাত্রে (৩০) এবং ডেওয়াল্ড ব্রেভিস (৪২) ছাড়া কেউ রান পায়নি। ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। শেষদিকে গুরুত্বপূর্ণ ২২ রান যোগ করেন দীপক হুডা। ১৫৪ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ৪ উইকেট নেন হর্ষল প্যাটেল। রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে হায়দরাবাদ। ওপেনিং জুটি ব্যর্থ। ৫৪ রানে ৩ উইকেট হারায়। দলকে লড়াইয়ে ফেরান ঈশান কিষাণ (৪৪)। জয়ে পৌঁছে দেন কামিন্দু মেন্ডিস (৩২) এবং নীতিশ রেড্ডি (৩২)।
